Preaload Image

ময়মনসিংহ জেলা

mymensingh 1

উদ্যোক্তার নামঃ তাপস তালুকদার (নিবন্ধন নং৬১৫১৫৪)

প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মতো এত সুন্দর একটি প্রকল্প গ্রহণ করার জন্য। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই দেশের মানুষের ও দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল আমাদের এই বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছানো। মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যই বাস্তবায়ন করছেন। আমি “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর ময়মনসিংহ জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, ময়মনসিংহ জেলা প্রশিক্ষণ কেন্দ্র হতে ১ মাস ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে সাফল্যর সাথে কোর্স সম্পন্ন করেছি। এ প্রকল্প হতে প্রশিক্ষণ গ্রহণ করার পরে আমি উদ্যোগ নিয়েছি। বৈদ্যুতিক মোটরসাইকেল, প্রাইভেট কার ইত্যাদি তৈরি করে বাজারজাত করাই হচ্ছে আমার লক্ষ্য। আমার তৈরি এই গাড়ি বা মোটরসাইকেল হবে সম্পূর্ণ বৈদ্যুতিক। যাতে কোন পেট্রোল বা ডিজেল প্রয়োজন হবে না। মাত্র ৩-৪ ইউনিট বিদ্যুৎ লাগবে এই যানবাহন গুলো চার্জ হতে।  যানবাহন গুলো ব্যটারী থেকে শক্তি নিয়ে চলবে। একবার ফুল চার্জ দিলে ১০০-৩০০ কি.মি. বা তারও বেশি কি.মি. পারি দেওয়া যাবে। এই যানবাহন গুলো চলার সময় কোন শব্দ হয়না। কোন ধোয়াও হয়না ফলে বায়ু ও শব্দ দূষণ রোধ করা যাবে। আমার তৈরি যানবাহনে এত যান্ত্রিক জটিলতা থাকবেনা। ফলে চালকের ক্ষেত্রে যানবাহন গুলো চালানো খুবই সহজ হবে। দেশেই আমি বিশ্বমানের বৈদ্যুতিক যানবাহন তৈরি করতে পারবো। আরও থাকবে যানবাহনের মধ্যে ইউনিক কিছু ফিচারস, যে ফিচারসগুলো এখনও কোথাও প্রয়োগ হয়নি। সে জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য প্রাথী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর ময়মনসিংহ জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, ময়মনসিংহ  জেলা প্রশিক্ষণ কেন্দ্র হতে ১ মাস ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে সাফল্যর সাথে কোর্স সম্পন্ন করেছেন।  এ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জন উদ্যোক্তা তাদের বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করেন। ।  সেই প্রেক্ষিতে নিম্ননিখিত ব্যাংক সমূহ তাদেরকে ঋণ সহায়তা করেন:

ক্রম

উদ্যোক্তার নিবন্ধন নম্বর

প্রশিক্ষণের ব্যাচ নং

উদ্যোক্তার নাম মোবাইল নম্বর

ট্রেড লাইসেন্স নং প্রদানকারী সংস্থা

ব্যবসা পরিকল্পনা/ ব্যবসার ধরন

ব্যাংক থেকে কত টাকা ঋণ সহায়তা পেয়েছেন

৬১০১৯২

০৩

মোঃ সাইবুর রহমান

০১৭৫২৯৫৭৮৪৫

২০৮ ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদ

কৃষি খমার

২,০০,০০০/-

৬১০৬২৭

০৩

এস.এ.মুনমুন

০১৭৪৮৮১৪৪৭৫

৪৬১৪৭ সিটি কর্পোরেশন ময়মনসিংহ

হস্তশিল্প ও পাটজাত শিল্প

১,০০,০০০/-

৬১৫০৫২

০৩

আরফানা বিলকিছ

০১৯৯২৮১৯১৪৯

২০২০-০০০৫৭ সিটি কর্পোরেশন ময়মনসিংহ

হ্যান্ডি ক্রাফট অ্যান্ড জুট প্রোডাক্ট

১,০০,০০০/-

৬১৫০৭৬

০৪

ফারজানা আক্তার

০১৯৩৫৭০৮১৬৫

 

ছোটদের খেলনা ও তৈরি পোশাক

২,০০,০০০/-

জামালপুর জেলা

mymensingh 4
mymensingh 5

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর জামালপুর জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ৪র্থ ব্যাচের দুই জন উদ্যোক্তা যৌথ মালিকানার ভিত্তিতে ব্যাটারির পানি উৎপাদনের কারখানা স্থাপন করেছেন। তারা পরিবেশবান্ধব কাগজের শপিং ব্যাগ কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন, যা নিয়ে ব্যবসা পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

mymensingh 6