District Habiganj
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর হবিগঞ্জ জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, হবিগঞ্জ জেলার প্রশিক্ষণ কেন্দ্র হতে ১ মাস ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে সাফল্যর সাথে কোর্স সম্পন্ন করেছেন। তিনি ট্রেড লাইসেন্স, টিন নম্বর, আরজেএসসি নিবন্ধন, ট্রেড মার্ক নিবন্ধন, নতুন স্থাপনা তৈরি, ইত্যাদি সম্পূর্ণ করে ভোগ্য পণ্য (ওডেসি কনজিউমার লিমিটেড) উৎপাদন করতে যাচ্ছেন । গত সপ্তাহে তিনি তাঁর প্রতিষ্ঠানের জন্য কিছু মেশিনারিজ ক্রয় করেছেন । প্রাথমিকভাবে তার কোম্পানীর মূলধন ৫৫ লাখ টাকা । তার প্রতিটি পদক্ষেপে ইএসডিপি হবিগঞ্জ সীমিত কর্তৃত্বের মধ্যে ও সর্বাধিক সহযোগিতা ও মোটিভেশন দিয়ে পাশে থেকেছে । এ জন্য তিনি সম্মানিত নির্বাহী চেয়ারম্যান স্যার,সম্মানিত প্রকল্প পরিচালক স্যার, সম্মানিত উপ পরিচালক, সম্মানিত সহকারি পরিচালক স্যারদের ও ইএসডিপি হবিগঞ্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন ও দোয়া চেয়েছেন।
উদ্যোক্তার নামঃ মোঃ সাইফুল হক (নিবন্ধন নং– ৩৬০১২৪)
উদ্যোগের নামঃ ওডেসি কনজিউমার লিমিটেড

