District Sherpur


নতুন উদ্যম :-
অনলাইন এবং আমার বন্ধুর মাধ্যমে জানতে পারি “বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ” (বিডা) কর্তৃক গৃহীত “উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর কার্যক্রম সম্পর্কে। নিজেকে যুক্ত করি প্রকল্পে প্রশিক্ষণ কার্যক্রমের সাথে। যেখান থেকে পাই প্রেরণা ও ব্যবসায়িক সমস্যাগুলোর সমাধানের গাইড লাইন। বিভিন্ন সেশনের মাধ্যমে জানতে পারি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার প্রচলিত আইন, পদ্ধতি, বিধি-বিধান ও নিয়মকানুন সম্পর্কে এবং এই প্লাটফর্ম থেকেই পরিচয় হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। যা আমার পরিকল্পনাকে সহজ কর গুছিয়ে সহায়তা করে। ০১ (এক) মাসে প্রশিক্ষণের কয়েকটি সেশন ক্লাস করার পর সকল মানসিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পুরোদমে উদ্যোক্তা হওয়ার জন্য মনস্থির করি।
আল্লাহ-তালার অশেষ রহমতে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর শুভ উদ্ভোধন হয় আমার প্রতিষ্ঠান “সেফগার্ড- বাংলাদেশ” এর। “স্বাস্থ্যের জন্য নিরাপদ, পরিষ্কারে উত্তম” (SAFE FOR HEALTH, GOOD FOR CLEAN) এই স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এটি একটি তরল পরিষ্কারক উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা স্টার্টিং পণ্য হিসেবে কারওয়াশ শ্যাম্পু ও কার শাইনার দিয়ে উৎপাদন শুরু করি ৩ জানুয়ারি ২০২০ সাল থেকে। আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি ও সমসাময়িক চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা বর্তমানে ০৯ (নয়) ধরনের ক্লিনিং পণ্য উৎপাদন করি। যার মধ্যে রয়েছে হ্যান্ডওয়াশ, ডিসওয়াশ, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, টাইলস এন্ড স্টোন ক্লিনার। আমরা বর্তমানে শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল, স্কুল-কলেজ, গাড়ির ওয়ার্কশপ, গার্মেন্টস, ফুড ফ্যাক্টরি ও রেস্তুরাসহ এ জাতীয় প্রতিষ্ঠানে আমাদের পণ্য সরবরাহ করছি। পণ্য বাজারজাতকরণের শুরু থেকেই আশানুরূপ সাড়া পেয়ে যাচ্ছি এবং দেশীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশের দু’একটি প্রতিষ্ঠান ছাড়া এই ধরনের পণ্য উৎপাদনকারী সব প্রতিষ্ঠান বাইরের দেশ দ্বারা পরিচালিত। সে সুযোগে তাদের তুলনায় আমরা ভালমানের পণ্য সুলভমূল্যে সরবরাহ করতে পারব। সেফগার্ডের পণ্য যতটা নিরাপদ ঠিক ততটাই কার্যকরী কারণ উৎপাদনের ক্ষেত্রে উৎকৃষ্ট মানের কাঁচামাল ব্যবহার করা হয়। উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ করা হয়। আমাদের লক্ষ্য সুস্বাস্থ্যের জন্য উত্তম পরিষ্কারক প্রস্তুত করা এবং দেশীয় চাহিদা পূরণে দেশীয় ভাবে শিল্প স্থাপন। আমার এই উদ্যোগকে বাস্তবায়নের জন্য “বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)” এর “উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পে”র ০১ মাসব্যাপী অত্যন্ত যুগোপযোগী প্রশিক্ষণ আমার কাজকে সহজ করেছে এবং তাদের সহযোগিতা ও পরামর্শ মোতাবেক কাজ করে যাচ্ছি। অনুকূল পরিবেশ ও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকলে আমি আমার প্রতিষ্ঠানকে বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ।
মোঃ আব্দুর রহমান শরিফ, ব্যাচ – ৪র্থ, প্রশিক্ষণ আই ডি – ৮৯৫০১৭