District Pirojpur
উদ্যোক্তা হবার ইচ্ছেজাগে ২০০৭ সালে মায়ানমারে প্রবাস জীবন থেকে। ঐ দেশের একটি পণ্য উদ্যোক্তাকে আকৃষ্টকরে,সপ্ন দেখেন দেশে ফিরে এটা নিয়ে কাজ শুরু করবেন। অক্টবর ২০১৯ দেশে এসে ইএসডিপি সম্পর্কে জানতে পারেন। ইএসডিপি থেকে ১ মাস প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা শুরু করেন কারখানা তৈরি ও মেশিন কেনার কাজ। কারখানার জন্য জায়গা নির্ধারন করেন নাজিরপুর উপজেলায় একটি গ্রামে। নিজের জমানো ৪ লক্ষ টাকা বৌয়ের দেওয়া ২ লক্ষ টাকা এবং ২ লক্ষ টাকা লোন করে মোট ৮ লক্ষ টাকা নিয়ে ইন্ডিয়া থেকে মেশিন নিয়ে আসেন । একটা মেনুয়াল, আর একটা সেমি অটোমেশিন দিয়ে শুরু করেন পণ্য উৎপাদনের কাজ। সুপারি গাছ থেকে ঝরে পড়া খোল থেকে তৈরি করেন সুপারী পাতা প্লেট। শতভাগ পরিবেশ বন্ধব পণ্য। শুরুতেই বাজিমাত করেন উদ্যোক্তা , পিরোজপুর এসএমই পণ্য মেলায়, তার প্রতিষ্ঠান গ্রীন উইন এরিকা প্রডাক্ট জিতে নেয় ২য় পুরুষ্কারের খেতাব ।যেখানে প্লাস্টিক পণ্যর প্রভাবে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, সেখানে পরিবেশ বন্ধব তার এই পণ্য সবার মন কেড়েনেয় ।বর্তমানে করোনা ভাইরাস (কোভিড১৯) এর প্রভাবে থমকে গেছে উদ্যোক্তার চলার পথ। তবে অচিরেই পৃথীবি উঠে দাড়াবে , উঠে দাড়াবে উদ্যোক্তার ‘স্বপ্নের গ্রীন উইন এরিকা প্রডাক্ট”।
উদ্যোক্তার নাম : পলাশ মিত্র
প্রতিষ্ঠানের নাম: গ্রীন উইন এরিকা প্রোডাক্ট
ইএসডিপি পিরোজপুর প্রশিক্ষণ আইডি নং: 790150
ইএসডিপি পিরোজপুর ব্যাচ নং: 2