District Patuakhali
আমি মোঃ হুমায়ূন কবির, খবু অভাব অনটনের পরিবার আমার, একটা চাকরি করতাম মাত্র ৫,০০০/- টাকা বেতনের, কিন্তু সংসারের অভাব ৫ হাজার টাকায় মেটানো সম্ভব ছিলনা। তাই চাকরির পাশাপাশি ব্যবসা করার পরিকল্পনা নিয়েছি। একদিন স্থানীয় পত্রিকার মাধ্যমে ESDP- পটুয়াখালী জেলা কার্যালয়ের ঠিকানা জেনে আমি প্রশিক্ষণ নেয়ার জন্য যোগাযোগ করি এবং আমি এক মাসের প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেই ও প্রশিক্ষণ শেষে সিদ্ধান্ত নেই উদ্যোক্তা হওয়ার। তারপর আমাদের পটুয়াখালী জেলার এক প্রিন্টিং ব্যবসায়ী এর কাছ থেকে কাজ শিখেছি। তারপর মাত্র ১০,০০০/- টাকা পূজি নিয়ে আমি নিজে নিজে বাসায় বসে প্রিন্টিং এর ব্যবসা শুরু করি, ব্যবসায় মোটামুটি ভালো ফলাফল পেয়ে আমি চাকরীটা ছেড়ে দিয়ে ব্যবসায় মনোযোগ লাগিয়েছিলাম, এখন প্রথম অবস্থায় ছোট দোকান ও বিভিন্ন ব্যাক্তিদের কাজ করি, এরপর ধীরে ধীরে আমাকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ডাকতে শুরু করে, এভাবেই আমি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টিস্যু ব্যাগ তৈরী করে সাপ্লাই দিয়ে থাকি।
আমি সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মতো এত সুন্দর একটি প্রকল্প গ্রহণ করেছেন। আমি ইএসডিপি থেকে প্রশিক্ষণের পর আমার ব্যবসাকে নতুন করে চিনার সুযোগ পেয়েছি। একটি ব্যবসা সফল হবার জন্য আমাদের যেই যেই বিষয়গুলা ভালভাবে জানা প্রয়োজন তার সবই আমি পেয়েছি এই প্রশিক্ষণ থেকে। এখন আমি লোকাল বাজারের চাহিদা অনুযায়ী অনেক প্রকার টিস্যু ব্যাগ আইটেম তৈরী করছি। আশাকরি ইএসডিপি এর এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকলে আমি একটা সময়ে আমার পন্য রপ্তানি করতে পারব। আমার আজকের এই অবস্থানের জন্য আমি ধন্যবাদ দেই আমার আশে পাশের মানুষগুলকে যারা আমার বিপদে-আপদে সবসময় আমার পাশে ছিলেন। আমি বিশেষ ভাবে ধন্যবাদ দেই ইএসডিপি পটুয়াখালী প্রশিক্ষণ সমন্বয়ককে যিনি সবসময় আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করে যাচ্ছেন।
নাম | প্রতিষ্ঠানের নাম | মোবাইল নম্বর | ব্যাচ নং | নিবন্ধন নং | বিনিয়োগের পরিমান | পণ্য এবং সেবা সমূহ |
মোঃ হুমায়ূন কবির |
মা-বাবার দোয়া ষ্টোর |
০১৭৫৫৭২০৬০০ |
৫ম |
৭৮৫১১৪ |
২,০০,০০০/- টাকা |
টিস্যু ব্যাগ উৎপাদন ও বিক্রয় |




প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর পটুয়াখালী জেলার প্রশিক্ষিত উদ্যোক্তা, পটুয়াখালী জেলার প্রশিক্ষণ কেন্দ্র হতে ১ মাস ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে সাফল্যর সাথে কোর্স সম্পন্ন করে, পটুয়াখালী জেলা অফিস থেকে আমি ব্যবসায়ীক দক্ষতা অর্জন করি। আমি ট্রেড লাইসেন্স, টিন নম্বর, ট্রেড মার্ক নিবন্ধন, নতুন স্থাপনা তৈরি, ইত্যাদি সম্পূর্ণ করি। আমার প্রতিষ্ঠানের যেকোন চ্যালেঞ্জিং বিষয়কে সুচারু রুপে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এ প্রশিক্ষণের মাধ্যমে বিনিয়োগের ধরন সম্পর্কে জ্ঞান লাভ করেছি, প্রশিক্ষণের আগে ও পরের বিনিয়োগের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয় যা আমার প্রশিক্ষণের ফসল। আমার প্রতিষ্ঠানের নাম ‘সৃষ্টি ফিজিওথেরাপি সেন্টার’ যা একটি সেবা মূলক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানে নিউরো লজিক্যাল রোগীদের চিকিৎসা দেওয়া হয়। যেমন প্যারালাইসিস, স্ট্রোক. GBS ইত্যাদি।
আমার প্রতিটি পদক্ষেপে ইএসডিপি পটুয়াখালী জেলা প্রশিক্ষণ সমন্বয়ক সীমিত কর্তৃত্বের মধ্যে ও সর্বাধিক সহযোগিতা ও মোটিভেশন দিয়ে পাশে থেকেছে । এ জন্য আমি সম্মানিত নির্বাহী চেয়ারম্যান স্যার,সম্মানিত প্রকল্প পরিচালক স্যার, সম্মানিত উপ পরিচালক, সম্মানিত সহকারি পরিচালক স্যারদের ও ইএসডিপি পটুয়াখালী জেলা প্রশিক্ষণ সমন্বয়ক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও সকলের কাছে দোয়া চাচ্ছি।
উদ্যোক্তার নামঃ তাসিনুর বেগম
নিবন্ধন নং– ১৩৬১
ব্যাচ নং- ৩য়
উদ্যোগের নামঃ সৃষ্টি ফিজিওথেরাপি সেন্টার।