District Comilla
দুরন্ত কৈশরের ছাত্রজীবনে সবারই একটা স্বপ্ন থাকে, আমার বাবা একটি স্বনামধন্য ঔষধ কোম্পানীর পদস্থ কর্মকর্তা হওয়ায় শিক্ষিত বেকার যুবকেরা প্রতিনিয়ত আমার বাবার কাছে অসহয়ের মত চাকরির জন্য ধরনা দিত, তাই ছাত্রজীবন থেকেই “চাকরি নেব না-চাকরি দেব” স্বপ্ন লালন করতাম। শিক্ষাজীবন শেষ করে নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা করে বাবার আদর্শ ও মায়ের অনুপ্রেরনা নিয়ে মনের গহীনে লালিত স্বপ্ন বাস্তবায়নে শিল্পপতি হওয়ার প্রয়াসে আমরা তিন জন অংশীদার মিলে আমার নেতৃত্বে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে স্বল্প পুজি নিয়ে ঝুকি আছে নিশ্চিত জেনেও প্রতিকুল পরিবেশে কঠোর মনোবল, অনমনীয় উদ্যম, প্রানশক্তি ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে প্রতিষ্ঠা করেছি ইউনানী ঔষধ প্রস্তুতকরনের কারখানা “ইটিল্যাব ইন্ডাষ্ট্রিজ” (ইউনানী)। যাহা, আমার গতিশীল নেতৃত্বে এখন “ইটিল্যাব” নামে বাংলাদেশের অধিকাংশ জেলার প্রত্যন্ত অঞ্চলের ডাক্তারদের কাছে সুপরিচিত নাম। ব্যাবসায়িক জীবনের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ন সময়ে শত-সহস্র বাধা পেড়িয়ে ঘাত-প্রতিঘাত সয়ে নিয়ে অধ্যবসায় ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে একজন আত্মনির্ভরশীল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন আর আত্ম-উৎসর্গকৃত মনোভাব নিয়ে এগিয়ে চলছি আজও নিরবধি। উদ্যোক্তার সংজ্ঞায় আমার এ ক্ষুদ্র প্রয়াস সংজ্ঞায়িত করলে আমি একজন সফল উদ্যেক্তা বা সফল ব্যবসায়ী কোনটারই দাবীদার নই, তদুপরি আমি অনেক খারাপ পরিস্থিতিতে সমস্যা চিহ্নিত করে গৎবাঁধা নিয়মে সমাধা না করে একটু উদ্ভাবনী উপায়ে সমাধান কল্পে ব্যবসায়িক মডেল দাঁড় করে সামলে উঠেছি এবং গত ৩০টি বছর ধরে আর্ত-মানবতায় ও স্বাস্থ্য সেবায় অবদানের পাশাপাশি এ প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখে দেশের ঘরে ঘরে আমার উৎপাদিত পন্য পৌছাতে সক্ষমতা অর্জন করেছি। বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড ১৯ বা করোনা ভাইরাসের সংক্রমনের জাতীয় জীবনের এই মহাদূর্যোগের সংকটকালেও ২০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা অব্যহত রেখেছি। আমি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই উৎপাদনের ও মার্কেটিংয়ের সকল পর্যায়ে একদল প্রশিক্ষিত, অভিজ্ঞ, দক্ষ, চৌকস কর্মী নিয়োগ করে পরিস্থিতির আলোকে অধিকতর প্রশিক্ষন দিয়ে নিবেদিতপ্রান করে গড়ে তুলেছি এবং তাদের সহচর্যে নতুন কর্মীদের দক্ষতা বৃদ্ধি করেছি।
আমি আমার অংশীদারী প্রতিষ্ঠানের ইটিল্যাবের সকল কলেবর সমুন্নত রেখে এই প্রতিষ্ঠানের পাশাপাশি এককভাবে সমজাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে বালাদেশ ইনভেষ্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত বিডার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচে অংশগ্রহন করে প্রশিক্ষন প্রাপ্ত হয়েছি। নতুন আরেকটি প্রতিষ্ঠান “এল্যাব ইন্ডাষ্ট্রিজ” গড়ার স্বপ্নে বিভোর হয়ে হৃদয় আঙ্গিনায় নতুন স্বপ্নকে চিত্রিত করেছি। আমার উদ্যোগ বাস্তবায়িত করার মনোবাঞ্চা নিয়ে নতুন কারখানা স্থাপনের উদ্দেশে একখন্ড জমি ক্রয় করেছি। উৎপাদনের ও মার্কেটিংয়ের সকল পর্যায়ে একদল প্রশিক্ষিত, অভিজ্ঞ, চৌকস ও দক্ষ জনশক্তির কল্পিত টীম আমার নিয়ন্ত্রনে বা ব্যানারে প্রস্তুত রেখেছি। যাহাতে আমার প্রশিক্ষিত কর্মীদল নিয়ে অধিকতর দক্ষতা ও মিতব্যয়িতার সাথে কার্য সম্পাদন করতে পারি, অনাকাংঙ্খিত অপচয় রোধকল্পে নির্দৃষ্ট সময়ে লাভজনক অবস্থান নির্ধারনের জন্য অতি অল্প সময়ে প্রয়োজনীয় সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।আমি ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৯ সনে অনুষ্ঠিত ডি,ইউ,এম,এস পরীক্ষায় উত্তীর্ন এ-গ্রেডের হাকীম। আমার সনদ নং-কিউ, এইচ-৩৪৭-এ। ইউনানী ঔষধ উৎপাদন, বিপনন ও পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা থাকায় আমার আত্মবিশ্বস, দৃঢ় মনোবল, নিরলস শ্রম, সক্ষমতা ও সিদ্ধান্তের প্রতি আস্থাশীল এবং অবিচল থেকে সঠিক পরিকল্পনা প্রনয়ন, সঠিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠান স্থাপন করে সুষ্ঠ পরিচালনায় কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের যুব সমাজের বেকারত্ব লাঘবের ক্ষুদ্র প্রয়াস সার্থক করতে পারবো। পুঁজি স্বল্পতার কারনে আমার উদ্যোগ বাস্তবায়িত করার প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে।
আমি সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মতো এত সুন্দর একটি প্রকল্প গ্রহণ করেছেন। আমি ইএসডিপি থেকে প্রশিক্ষণের পর আমার ব্যবসাকে নতুন করে চিনার সুযোগ পেয়েছি। একটি ব্যবসা সফল হবার জন্য আমাদের যেই যেই বিষয়গুলা ভালভাবে জানা প্রয়োজন তার সবই আমি পেয়েছি এই প্রশিক্ষণ থেকে। এখন আমি লোকাল বাজারের চাহিদা অনুযায়ী অনেক প্রকার আইটেম তৈরী করছি। আশাকরি ইএসডিপি এর এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকলে আমি একটা সময়ে আমার পন্য রপ্তানি করতে পারব। আমার আজকের এই অবস্থানের জন্য আমি ধন্যবাদ দেই আমার আশে পাশের মানুষগুলকে যারা আমার বিপদে-আপদে সবসময় আমার পাশে ছিলেন। আমি বিশেষ ভাবে ধন্যবাদ দেই ইএসডিপি কুমিল্লার প্রশিক্ষণ সমন্বয়কে যিনি সবসময় আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করে যাচ্ছেন।
বর্তমান সদাশয় জাতীয় সমৃদ্ধি ও উন্নয়নবান্ধব, শিল্পবান্ধব, পরিবেশবান্ধব, জনস্বাস্থ্য সেবায় দেশীয় ভেষজ চিকিৎসাবান্ধব, শিল্পউদ্যোক্তা বান্ধব, কল্যানমূখী ও অপরিহার্য্য সরকার এবং সরকার প্রধানের নিকট আমার এ ক্ষুদ্র চাহিদাটুকু পূরনে প্রয়োজনীয় সকল সহযোগীতা ও সুদৃষ্টি কামনা করছি।
ক্রমিক নং | ছবি | নাম ও নিবন্ধন নং | ব্যাচ নং | ঠিকানা ও মোবাইল নম্বর | ট্রেড লাইসেন্স নম্বর | ব্যবসার বিবরণ | বিনিয়োগের পরিমাণ | কর্মসংস্থান সৃষ্টি |
1 | ![]() | মোঃ আমিরুল ইসলাম–
১৯৫২৩৮ | ৬ | বাদুরতলা, আদর্শ সদর,কুমিল্লা–
০১৮১৯২৮৬০৯৫ | ০০০৪৩৪ (ইউনিয়ন পরিষদ) | ইউনানী হারবাল মেডিসিন উৎপাদন ও বিপনন | ২০ শতক জমি + ১,০০,০০০,০০/- | ২০০ |