District Dhaka


FishLab Ltd

জীবনের তাগিদে তৈরী পোশাক শিল্পের সাথে জড়িত হয়ে গিয়েছিলাম কিন্তু সব সময় চাইতাম কৃষি ভিত্তিক কিছু যদি করা যায় | মাছ ধরা আর খাওয়া দুটোই আমার খুব প্রিয় একটা কাজ তাই মাছ নিয়েই কিছু করা যায় কিনা এই চিন্তা ভাবনা শুরু করলাম কয়েক বছর আগে | মাছ চাষে প্রযুক্তির ব্যবহার কিভাবে করা যায় তাই নিয়ে পড়াশুনা করতে থাকলাম | আর এভাবেই RAS প্রযুক্তির সন্ধান পেলাম আর ভাবলাম যদি আমাদের দেশেও এরকম একটা প্রকল্প করা যায় হয়তো খারাপ হবে না | সমমনা আরেকজনকেও পেলাম উনি দেশে কিভাবে যন্ত্রাংশ তৈরী করা যায় তা নিয়েই কাজ শুরু করে দিলেন | কিন্তু এই প্রযুক্তি টা একটু ব্যায়বহুল | আবার থমকে গেলাম | এর মধ্যে বিদেশী কিছু বিনিয়োগ জোগাড় করলাম | আর এভাবেই FishLab Ltd এর জন্ম হলো | ঢাকার মধ্যেই প্রকল্পের স্থান নির্ধারণ করে ১০ বছর মেয়াদের চুক্তি করলাম | নিজস্ব নকশার উপর ভিত্তি করে পরিবেশ বান্ধব ভাবে ভবন নির্মাণ করেছি | ভবন নির্মাণ ও অন্নান্য কাজে প্রাকৃতিক ভাবে টেকসই না এমন জিনিস যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি |
আমাদের এই প্রতিষ্ঠানে আমরা মাছ চাষের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করছি | এই প্রযুক্তির মাধ্যমে একই পানিকে বার বার পরিশোধন করে মাছের জন্য উপযুক্ত পরিবেশ তৈরী করে এবং এর ফলে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায় | এর জন্য কোনো রকম পুকুর কাটা লাগে না ঘরের মধ্যে বড় পানির আধার তৌরি করে তাতেই চাষ করা যায় |এবং এই প্রযুক্তিতে কোনো রোমক রাসায়নিক ব্যবহার করা লাগে না | সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে মাছ চাষ করা যায় তাই আমরা বলতে পারি আমাদের মাছ সম্পূর্ণ সুস্থ আর সব ধরণের রাসায়নিক মুক্ত এবং পুষ্টিকর | এখানে আমরা সব ধরণের দেশীয় জাতের মাছ চাষ করতে পারবো |


আমাদের দেশের সাধারণ ক্রেতারা এখন অনেক সচেতন এবং জৈবিক উপায়ে চাষ করা পণ্যের একটা ভালো চাহিদা তৈরী হয়েছে | আমাদের মাছের গুণগত মান অন্যানদের থেকে ভালো হবে কারণ আমরা ভূগর্ভস্থ পরিষ্কার পানিতে মাছ চাষ করি এবং যেহেতু মাছগুলা একটা বড় আধারের মধ্যে থাকে এবং মাটির সাথে কোনো রকমের সংস্পর্শ থাকে না সেহেতু আমরা নিশ্চিন্ত ভাবে বলতে পারি আমাদের মাছ সব রকমের দূষণ মুক্ত | সম্পূর্ণ রূপে দূষণ মুক্ত হবার কারণে বিশ্ব বাজারেও এই পদ্ধতিতে চাষ করা মাছের একটা বড় চাহিদা রয়েছে |
FishLab আমাদের জন্য একটা পাইলট প্রকল্প | বর্তমানে আমাদের উৎপাদন ক্ষমতা ২৫ টন আমাদের স্বপ্ন এটাকে আগামী ২বছরের মধ্যে ১০০ টনে উপনীত করা | পাশাপাশি আমরা মাছের খাবার তৈরির একটা বড় উপাদান আমিষের একটা নতুন এবং টেকসই উৎস নিয়েও কাজ করছি | একধরণের পোকার শুককীট প্রক্রিয়া করে মাছ অথবা মুরগির খাবার তৈরি করা যায় আমরা এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা মূলক ভাবে কাজ করছি | আমাদের দেশে এইভাবে মাছ চাষ করার প্রযুক্তি একেবারেই নতুন তাই কিছু বাধা আর বিপত্তির সম্মুখীন হচ্ছি | সরকারি ভাবে কিছুটা পৃষ্টপোষকতা পেলে হয়তো বাধা গুলি দূর করা আরো সহজ হতো |
রিংকু রিচার্ড মন্ডল
১ম ব্যাচ
নিবন্ধন নং- ২৬০০২৭
ঢাকা জেলা





আমি মো: সায়মন, ব্যবসায়ের নেশাটা পেয়েছিলো ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ে। শুরু করেছিলেন প্রায় শূন্য হাতে। প্রথম দিকে একটা ওয়েবসাই আর ছোট পরিসরে রিসেলার হস্টিং নিয়ে, হোস্টসিএমটি (hostcmt) নাম করন করে ব্যবসা শুরু করি। আমি তখন ডোমেইন ও হোস্টিংয়ের পাশাপাশি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ কাজ করতাম। তখনও আমার কোন অফিস ছিলনা। আল্লার রহমতে ব্যবসা টা ভালই চতো। ডোমেইন, হোস্টিং, ডিজাইন ও ডেভেলপমেন্ট ব্যবসা মূলত অনলাইননির্ভর। তাই অনলাইন প্রচারণায় বেশি গুরুত্ব দিতাম।
এই ভাবে ব্যবসা করতে করে একটা সময় লিমিটেড কোম্পানি দেয়ার নেশা পেয়ে যায়। এই সময় আমি উদ্যোক্তা বিষয়ে অনলাইনে বিভিন্ন লিখা পড়তাম। তখন ২০১৯ সালে শেষের দিকি আমি বিডা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প – ইএসডিপি এর কথা জানতে পারি। এবং সেখানে ভর্তি হই। ইএসডিপি থেক কোম্পানি/ব্যবসা সম্পর্কে আর বিস্তারিত জানতে পারি। ইএসডিপি শিক্ষক দের উৎসাহ আমারা চার বন্ধু মিলে “সিএমটি ইন্টারন্যাশনাল লিমিটেড” (CMT International LTD) www.cmt.ltd) নামে আমারা একটা কোম্পানি প্রতিষ্ঠা করি। “সিএমটি ইন্টারন্যাশনাল লিমিটেড” এ আমার ডোমেইন, হোস্টিং, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট , এস এস এল, সার্ভার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং করে থাকি। সাথে আমার স্ক্রিল ডেভেলপমেন্ট এর জন্য আইটি এর উপর টেনিং দিয়ে থাকি। এবং আমাদের অর্গানিক ফুড ডেলিভারির জন্য ই কমার্স আছে।
প্রথম দিকে আমার ৩ জন লোক নিয়োগ দেই। আর সাথে আমার ২ জন কাজ করি। আর ২জন নিজেদের অন্যান্য কাজের জন্য আমাদের অফিস একটু কম সময় দিতো। কিন্তু তাদের সাপোর্ট বেশি ছিল। অফিস শুরু প্রথম দিকে আমারা যা আশা করছি, তারথেকে বেশি ভালো ফলাফল পাই। কিন্তু পরের মাস থেকে করোনার জন্য দেশ ব্যাপী লকদাডাউন শুরু হয়। এতে আমার সবাই অনেকটা ভাঙ্গে পরি। তখন আল্পনা মেম, এর সাহসে আমার আবার নতুন উদ্দকে ব্যবসা করা শুরু করি। আমারা আমাদের ব্যবসা সম্পন্ন অনলাইন ভিত্তক করে ফেলি। আল্লাহ রহমতে এখন ভালো ফলাফল পাচ্ছি।
“সিএমটি ইন্টারন্যাশনাল লিমিটেড” (CMT International LTD)
নাম: মো: সায়মন
আইডি: ২৬৩২১৪
ব্যাচ: ৫ম
ওয়েবসাইট: www.cmt.ltd