ক্রম | প্রশিক্ষণার্থী নাম ও মোবাইল নম্বর | বিনিয়োগ পরিকল্পনা ও ব্যবসার ধরণ | গৃহিত ব্যবসা/ উদ্যোগ | ঋণ প্রদানকারী ব্যাংক এবং ঋণের পরিমাণ | |
নতুন | সম্প্রসারণ | ||||
০১ | ইয়াকুব আলী ০১৭৮২১০৭৭৯৩ | ডেইরী প্রকল্প | নতুন | – | কর্মসংস্থান ব্যাংক, ১.৫ লক্ষ টাকা |
০২ | মোঃ রাফিকুল ইসলাম ০১৭৬৪৭৭০০০৫ | এ্যাগ্রো প্রসেসিং | নতুন | – | কর্মসংস্থান ব্যাংক, ১ লক্ষ টাকা |
০৩ | মোঃ রোকনুজ্জামান ০১৭৩৭১০২৩২৯ | কৃষি ও মসলা উৎপাদন | নতুন | – | কর্মসংস্থান ব্যাংক, ২ লক্ষ টাকা |
০৪ | মোছাঃ রিক্তা বানু ০১৭৫৯৪৮৮৬৭০ | ডেইরী প্রকল্প | নতুন | – | কর্মসংস্থান ব্যাংক, ১ লক্ষ টাকা |
ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক স্যার এবং বিভাগীয় পরিচালক, স্যার- যারা এত্ত ব্যাস্ততার মাঝেও মূল্যবান সময় দিয়েছেন, যাদের উপস্থিতিতে Mate Royal IT – ট্রেনিং সেন্টারটির শুভ উদ্ধোধন হয়।
একজন নারী এগিয়ে যেতে চাইলে প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু পারিপার্শ্বিক সহযোগিতা থাকলে সেটাও মোকাবেলা করা সম্ভব। এ উদ্যোগে সার্বিক সহায়তা প্রদানের জন্য ESDP’র প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান স্যার এবং প্রশিক্ষণার্থীবৃন্দ ও অফিস কর্তৃপক্ষ, সকলের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তারা আমাদের এত্ত সাহস দিয়েছেন যে আজ আমরা ছোট ভাবে হলেও শুরু করে দেখাতে পেরেছি। রাজশাহীতে কোন বড় শিল্প প্রতিষ্ঠান নেই, কোন বড় কারখানা ও নেই, উদ্যোক্তাদের এইখানে সু্যোগ ও কম। তাও আমরা ছোট ছোট ভাবেই শুরু টা করার চেস্টা করছি।