District Chattogram

নাম | ব্যবসা প্রতিষ্ঠানের নাম | মোবাইল নম্বর | ব্যাচ নম্বর | নিবন্ধন নম্বর | বিনিয়োগ পরিমাণ | পন্য এবং সেবা সমূহ |
বাবলা চৌধুরী | দেশ প্রিন্টিং এন্ড প্যাকেজিং | 01819346236 | 02 | 151034 | 15,00,000/- | প্যাড চালান, ক্যাশ মেমো,ভিজিটিং কার্ড,বিয়ের কার্ড, ম্যাগাজিন,ডিজিটাল সাইন,এন কার্ড,আইডি কার্ড,ক্যালেন্ডার,ব্যানার,ডাইরী,প্যাকেজিং ইত্যাদি। |

আমি যখন অনার্স ১ম বর্ষে পড়ি তখন থেকে মাষ্টার্স হওয়া পর্যন্ত ৮ বছর রবি, বাংলালিংক এম মার্কেটিং টেলিকম ডিভিশনে চাকরি করি। চাকরি করার পাশাপাশি বিভিন্ন কোম্পানির সাথে পরিচয় হয়। এক পর্যায়ে ২০১৪ সালে বেতনের জমানো টাকা নিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করি। শুরুতে অনেকবার বাঁধা পেয়েছি কিন্তু কখনো থেমে যাইনি। ইচ্ছে ছিল অন্য সবার মত চাকরী করে নয় নিজে কিছু একটা করার। প্রথমে গামের্ন্টস আইটেম স্কুলের ড্রেস স্বল্প মূল্যে সাপলাই করি। এক পর্যায়ে ধীরে ধীরে বিক্রি বাডতে থাকে। একটি ব্যবসা শুধু পন্য উৎপাদন এবং বিপণন নয়। এর সাথে জড়িত থাকে পন্যের মান উন্নয়ন, কর্মীদের প্রণোদন প্রদান, ব্যবসায় প্রতিনিয়ত নতুনত্ব দান, তথ্য প্রযুক্তিতে ব্যবসায় ও বিপণনের মাধ্যম পরিবর্তন সহ ৪র্থ শিল্প বিপ্লবের প্রভাব। এই বিষয়গুলো একজন ব্যবসায়ীর জন্য জানা খুবই জরুরী।
আমি সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের মতো এত সুন্দর একটি প্রকল্প গ্রহণ করেছেন। আমি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে প্রশিক্ষণের পর আমার ব্যবসাকে নতুন করে চিনার সুযোগ পেয়েছি। একটি ব্যবসা সফল হবার জন্য আমাদের যেই যেই বিষয়গুলা ভালভাবে জানা প্রয়োজন তার সবই আমি পেয়েছি এই প্রশিক্ষণ থেকে। এখন আমি লোকাল বাজারের চাহিদা অনুযায়ী অনেক প্রকার আইটেম তৈরী করছি। আশাকরি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এর এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকলে আমি একটা সময়ে আমার পন্য রপ্তানি করতে পারব। আমার আজকের এই অবস্থানের জন্য আমি ধন্যবাদ দেই আমার আশে পাশের মানুষগুলকে যারা আমার বিপদে-আপদে সবসময় আমার পাশে ছিলেন। আমি বিশেষ ভাবে ধন্যবাদ দেই ইএসডিপি চট্টগ্রামের প্রশিক্ষণ সমন্বয়কে যিনি সবসময় আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে হেল্প করে যাচ্ছেন।
নাম | ব্যবসা প্রতিষ্ঠানের নাম | মোবাইল নম্বর | ব্যাচ নম্বর | নিবন্ধন নম্বর | বিনিয়োগ পরিমাণ | পন্য এবং সেবা সমূহ |
মোহাম্মদ শাহ জাহান | শিশির গ্রুপ | ০১৮১১৮৭০২৪৪ | ০৫ | ১৫৫১১৮ | ২ কোটি ১৫ হাজার টাকা | গার্মেন্টস আইটেমঃ শার্ট,পাঞ্জাবী,টি শার্ট ফুড আইটেমঃ সয়াবিন তেল সরিষার তেল আটা ময়দা,চা পাতা,লবণ,পানি লেদার আইটেমঃ মানি ব্যাগ,মোবাইল, আফিস ব্যাগ, লেডিস ব্যাগ,বেল্ট,জুতা |